Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিগুণ মৃত্যু, শনাক্তও ঊর্ধ্বমুখী

দেশে করোনাভাইরাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৩৪ জনের। এর একদিন আগে এই সংখ্যা ছিল ১৯ জন। সে হিসেবে মৃত্যু হয়েছে আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। একই সময়ে মৃত্যুর পাশাপাশি করোনায় নতুন শনাক্ত এবং নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৬ জন। একই সময় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭৭ শতাংশ। একদিন আগে দেশে ৪ হাজার ৬৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। সেই সঙ্গে শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৪টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৮টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৫৯টি। একই সময়ে এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে ৩৪ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের নমুনাসহ এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৪৫৮টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার ২৪৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৯২ হাজার ৮৬টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪২ লাখ ৭২ হাজার ১৫৯টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় এই শনাক্ত হয়েছেন ৪ হাজার ৭৪৬ জন। এ নিয়ে দেশে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো। নতুন শনাক্তের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। একদিন আগে এই হার ছিল ১৩ দশমিক ৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার কিছুটা বেড়ে হয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ।

মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার বাড়লেও সুস্থ হওয়া রোগীর সংখ্যা কিছুটা কমেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কিছুটা কমেছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৪১৭ জন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক শূন্য ৭৬ শতাংশ। একদিন আগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১৩ হাজার ২৩৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৪ জনসহ দেশে করোনাভাইরাসেআক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ৮৭২ জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। এছাড়া মৃত এই ৩৪ জনের মধ্যে ২১ জন পুরুষ, বাকি ১৩ জন নারী। এর মধ্যে ২৮ জন সরকারি ও ছয় জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বাদে দেশের সাত বিভাগেই করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ২১ জনই মারা গেছেন ঢাকায়, চার জন মারা গেছেন বরিশাল বিভাগে। দুই জন করে মারা গেছেন চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুর বিভাগে। আর এক জন মারা গেছেন রাজশাহী বিভাগে। এছাড়া গত ২৪ ঘণ্টায় যারা করোনার সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে সর্বোচ্চ ৯ জন করে মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর ও ৭১ থেকে ৮০ বছর বয়সী। এছাড়া ৮১ থেকে ৯০ বছর বয়সী মারা গেছেন ছয় জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন চার জন। তিন জন মারা গেছেন ৪১ থেকে ৫০ বছর বয়সী, দুই জন মারা গেছেন ৯১ থেকে ১০০ বছর বয়সী এবং মৃত এক জনের বয়স ১১ থেকে ২০ বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ