Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে দোকানের তালা কেটে ১০ লাখ টাকার মালামাল চুরি

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১০:০৩ পিএম

টাঙ্গাইলের সখিপুরে একটি অটোরিকশা দোকান ঘরের তালা কেটে প্রায় দশ লাখ টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরদল।। সোমবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌরসভার সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজ রোডের হাজী মার্কেটের এসএন এন্টারপ্রাইজ নামের দোকানের তালা কেটে ৪০টি ব্যাটারী ও অটোরিকশার অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে সখিপুর থানায় সাধারণ ডায়রি করেছেন দোকানের মালিক।

জানা যায়, প্রতিদিনের মতো দোকানের বেচা-কেনা শেষে ঘরে যথারীতি তালা লাগিয়ে চলে যায়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দোকানে এসে টের পান যে দোকানের তালা কেটে মালামাল চুরি হয়ে গেছে। দোকানের সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ রয়েছে।

দোকান মালিক শফিকুল ইসলাম সবুজ বলেন, আমার দোকানের তালা কেটে অটোরিকশার ব্যাটারী ও অনেক যন্ত্রপাতিসহ প্রায় দশ লাখ টাকার মালামাল চোরে নিয়ে গেছে। এব্যাপারে থানায় জিডি করেছি।

সখিপুর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এব্যাপারে কোনো অভিযোগ এখনো আমি পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ