Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিরনগরে ৫টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫টি হিন্দু বাড়ির ৬টি রান্নাঘর ও গোয়ালঘরে একই সময়ে রহস্যজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। একসঙ্গে ৫টি বাড়িতে আগুন দেয়ার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলা সদরের ফুল কিশোর সরকারের বাড়ির গোয়ালঘরে,মৃণাল কান্তি সরকারের ২টি রান্নাঘর,অমর দেবের ১টি রান্নাঘর, ঠাকুরপাড়ার সন্টু কবিরাজের ১টি পরিত্যক্ত ঘরে ও সাগর দাসের বাড়ির দুর্গামন্দির ঘরে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আগুন ধরিয়ে দেয়া হয় বলে পরিবারের লোকজন জানিয়েছে। পরে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম,উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ অবমাননার করে আপত্তিকর ছবি পোষ্ট করার জের ধরে রবিবার সকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি একদল লোক বের হয়ে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘর এবং বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় হামলাকারীরা ব্যাপক লুটপাটও করে। তাদের হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েক জন আহত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ১১জনকে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ