Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে সমুদ্র থেকে বালু উত্তোলনের দায়ে মালিককে গুনতে হল ১ লক্ষ টাকা

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৯:২২ পিএম

কর্ণফুলি মোহনার সন্দ্বীপ চ্যানেলের সীতাকুন্ডে সমুদ্রে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাল্কহেড এর মালিক আবু খালেদ ও মনসুর তাদের অপরাধের জন্য মঙ্গলবার এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে ঐদিন আটককৃত দুই শ্রমিককে মুচলেকা দিয়ে তখন ছেড়ে দেয়া হয়। ভবিষ্যতে অবৈধভাবে সমুদ্র থেকে বালু উত্তোলন করবেনা এ মর্মে বাল্কহেডটিকে ছাড়িয়ে নেয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোঃ আশরাফুল আলম। তিনি বলেন, কোনো ভাবেই সমুদ্র থেকে বালু উত্তোলন করা যাবেনা।

উল্লেখ্য, গত সোমবার সকাল ১১টায় থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি’র) নেতৃত্বে সমুদ্রে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ মোবাইল কোর্টে সন্দ্বীপ চ্যানেলের সীতাকুন্ডের গুলিয়াখালী মাঝ সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি বাল্কহেড জব্দ করা হয়। এসময় দুজনকে আটক করা হয়। ঐ ঘটনায় জব্দকৃত বাল্কহেড এর মালিককে এক লক্ষটাকা অর্থদন্ড করা হয়। সমুদ্রে মোবাইল কোর্ট পরিচালনাকালে সীতাকুন্ড মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ