Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বিভাগেই থাকতে চায় ফেনীবাসী

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

চট্টগ্রাম বিভাগে থাকার দাবিতে জনমত গঠনে সারা জেলায় প্রচারভিযান শুরু করেছে ফেনীর নাগরিক সংগঠন ‘আমরা ফেনীবাসী’। গত সোমবার ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত থেকে প্রচারভিযানের উদ্বোধন করেন ফেনী-২ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী। এ সময় তিনি বলেন, ‘চট্টগ্রাম বিভাগে ছিলাম, আছি, থাকতে চাই’ এ দাবি সম্বলিত প্রচারপত্র জেলার প্রত্যেকটি গ্রামে বিতরণ করা হচ্ছে। এমপি জানান, ইতোমধ্যে বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দাবি পেশ করা হয়েছে। এমপি আরও বলেন, আমরা যেহেতু চট্টগ্রাম বিভাগের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। এতে করে আমাদের বিদ্যমান বাণিজ্যসহ সকল ধরনের সুযোগ-সুবিধা বহাল থাকবে। ফেনীবাসী চায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পঅঞ্চল একই বিভাগে থাকুক। বিভাজন না হোক। ফেনীকে নিয়ে কুমিল্লা আলাদা বিভাগ হলে তাহলে অর্থনৈতিক অঞ্চলও আলাদা হয়ে যাবে। প্রচারভিযানে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল, সংগঠনের আহবায়ক প্রবীণ সাংবাদিক আবু তাহের, যুগ্মআহবায়ক প্রবীণ আইনজীবী নুর হোসেন, সদস্য সচিব পারভেজুল ইসলাম হাজারী, সংগঠনের সদস্য আবদুল মোতালেব, শাহেদুল ইসলাম কাউসার, হারুন উর রশিদ, সাংবাদিক মো: শাহাদাত হোসেন, আতিয়ার সজল, আরিফুর রহমান, সোলায়মান হাজারী ডালিম প্রমুখ। জনমত গঠনে জেলাব্যাপী প্রচারভিযানের উদ্বোধনকালে চট্টগ্রম বিভাগে থাকার জন্য একমত পোষণ করে সমবেত দাবি নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছে নানা শ্রেণি পেশার মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ