রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিক্রেতার হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। জানা যায়, গত সোমবার রাত ৭ টায় চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ হাতুন্ডা গ্রামের ছাদম উল্লার ছেলে মাদক ব্যবসায়ী কাজল মিয়াসহ একদল মাদক ব্যবসায়ী দক্ষিণ হাতুন্ডা এলাকায় মাদক বিক্রি করছিল। এ সময় একই গ্রামের মৃত আরব আলীর ছেলে জহুর আলীসহ ৫/৬জন লোক তাদের মাদক বিক্রিতে বাঁধা দেয়। মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে মহিলাসহ ৫ জন আহত হয়। আহতরা হলেন- দক্ষিণ হাতুন্ডা গ্রামের মৃত আরব আলীর ছেলে জহুর আলী (৪০) ও তার স্ত্রী নাছিমা খাতুন (৩০), মুজিবুর রহমানের ছেলে রুবেল মিয়া (২৫), আমির হোসেনের ছেলে শামিম মিয়া (৩০), আব্দুল কাদিরের ছেলে কামরুল ইসলাম (২০)। আহত জহুর আলী, নাছিমা ও রুবেলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, কাজল মিয়ার নামে চুনারুঘাট থানায় মাদক আইনে দুইটি মামলা রয়েছে।
উল্লেখ যে, দীর্ঘদিন ধরে কাজল মিয়া ও তার ছেলে রাজু মিয়া, রকিব মিয়া এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।