Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন মাদারীপুরের বর

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৫৪ পিএম

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে লোহাগড়ায় এলেন মাদারীপুরের বর লন্ডন প্রবাসী মিরাজ বাকার। বর মিরাজ বাকার মাদারীপুর সদর উপজেলার আলহাজ্ব আবু বক্কার সিদ্দিকের ছেলে এবং কনে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হুমায়ুন কবির মিল্টন ভূইয়ার মেয়ে লামিয়া কবির মিম। মঙ্গলবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে আনুষ্ঠানিকভাবে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

পরিবার সুত্রে জানা গেছে - পারিবারিকভাবে মিরাজ বাকারের সাথে লামিয়া কবির মিমের বিয়ে ঠিক হয়। মঙ্গলবার বেলা দুইটার দিকে হেলিকপ্টারে চড়ে তিনজন আত্মীয় নিয়ে মিরাজ বাকার কনের বাড়ীর পাশে ইতনা স্কুল এন্ড কলেজ মাঠে অবতরণ করেন। তবে অন্য বর যাত্রীরা মাইক্রোবাসে চড়ে কনের বাড়িতে আসে। হেলিকপ্টার ও বরযাত্রী দেখতে শতাধিক লোক ইতনা স্কুল মাঠে ভীড় করে। উৎসুক জনতার ভীড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।
কনের পিতা হুমায়ুন কবির মিল্টন জানান, তার তিন সন্তানের মধ্যে লামিয়া বড়। সে এবারের এইচএসসি পরীক্ষার্থী। এ বিয়েতে দুই শতাধিক বরযাত্রী এসেছিল। বরপক্ষ বিয়ে শেষে হেলিকপ্টারে করেই আমার মেয়েকে মাদারীপুর গ্রামের বাড়ীতে নিয়ে গেছেন। বর মিরাজ বাকার বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন আমার খুব আনন্দ লাগছে।#

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ