Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা
মহান মুক্তিযুদ্ধে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ টাঙ্গাইলের নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মেয়র এস. এম. সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট, উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এর আগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।


৮ হাতবোমা উদ্ধার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারের পাশে বাংলালিংক-এর টাওয়ারের নিচ থেকে ৮টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে হাতবোমাগুলো ওই স্থানে দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয় স্থানীয়রা।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো. জোবায়ের হোসেন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ হাতবোমাগুলো বিকেল পর্যন্ত ঘিরে রাখে। বিকেল ৩টায় ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এসে হাতবোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে। ওসি (তদন্ত) আরো জানান, ধারণা করা হচ্ছে দূষ্কৃতকারীরা কোন বড় ধরণের অপরাধ সংঘটিত করার জন্য হাতবোমাগুলো এখানে জড়ো করে রাখতে পারে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, কেবা কারা এই বোমা গুলো এখানে রেখেছে তা নিয়ে তদন্ত চলছে।


ইউপি মেম্বারদের শপথ
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
কলাপাড়ায় তিনটি ইউনিয়নের নব নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার ও পুরুষ মেম্বাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনটি ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ৯ জন এবং পুরুষ মেম্বার ৩৬ জন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক শপথ বাক্য পাঠ করান।
এ সময় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন শিমা, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, চাকামাইয়া ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান উপস্থিত ছিলেন।


১৫ মণ জাটকা উদ্ধার
ঝালকাঠি জেলা সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ১৫ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদাল দুই বাসের চালকসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। গত সোমবার রাতে উপজেলার বাইপাস এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম ও রাজীব পরিবহন নামের দুটি বাসে ১৫ মণ জাটকা নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে জাটকা জব্দ করে উপজলোর বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয়। জাটকা বহনের দায়ে বাসের ৬ স্টাফকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ