প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্রিট অভিনেতা বিল নায়ি ‘দ্য ম্যান হু ফেল টু আর্থ’ (১৯৭৬) ফিল্মের টিভি সিরিজ সংস্করণে গø্যাম রকার-অভিনেতা ডেভিড বোয়ি (ছবিতে ডানে) রূপায়িত চরিত্রটি করবেন। ওয়াল্টার টেভি’র একই নামের উপন্যাস অবলম্বনে সাইফাই ফিল্মটি নির্মিত হয়। ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে নতুন এই সিরিজে চিউয়েটেল এজিওফোর, নতুন অন্তর্ভুক্ত এক এলিয়েনের ভূমিকায় অভিনয় করবেন, যে চরিত্রের নাম ফ্যারাডে। ফ্যারাডে মানব জাতির বিবর্তনের এক বিশেষ সময়ে পৃথিবীতে পা রাখে। নায়ি করবেন ডেভিড বোয়ি রূপায়িত টমাস জেরোম নিউটনের চরিত্রটি। নায়ি বলেন, ডেভিড বোয়ি রূপায়িত টমাস জেরোম নিউটনের চরিত্রটি করার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি। এছাড়া চিউয়েটেল এজিওফোর এবং নায়োমি হ্যারিসের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছ। তিনি আরও বলেন, আমার বিবেচনায় কাহিনী অসাধারণ আর নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। বর্তমান প্রযুক্তির সঙ্গে সমন্বিত করে যেসব সিরিজ নির্মিত হয় সেসবের প্রতি আমি আকৃষ্ট, কারণ এতে আমারা আসন্ন ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাই। তিনি বলেন, এটি এমন একটি কাহিনী যেটি যেমন বিনোদনদায়ক তেমনি এই সময়কে তুলে ধরছে। আমার বিশ্বাস, মূল ফিল্মের নির্মাতারা অ্যালেক্স কার্টজম্যান এবং জেনি লুমে’র সৃজনশীলতার প্রশংসা করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।