বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছেন। তিনি বিকেল ৩ টা ৪০ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আসেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার মো. আব্দুল মোমেন। বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের।
নির্বাহী প্রকৌশলী কাদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদ্মা সেতু নির্মাণের প্রকৌশলসহ নানা বিষয় উপস্থাপন করেন। স্পিকার শারমিন চৌধুরীর সঙ্গে এ সময় তাঁর খালা-খালু উপস্থিত ছিলেন। প্রথমে তিনি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে যান। সেখানে পদ্মাপাড়ে আধা ঘণ্টা অবস্থান করেন। পরে স্পিকার মাওয়া মৎস্য আড়ত সংলগ্ন পদ্মা সেতুর খুব কাছে এসে সেতু পরিদর্শন করেন এবং সেতুকে পেছনে রেখে ছবি তোলেন। এক ঘণ্টা পাঁচ মিনিট পদ্মা সেতু এলাকায় অবস্থান করে বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ, সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. রাসেদুজ্জামান প্রমুখ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।