Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নওগাঁয় দাবী আদায়ে রাস্তায় স্বাশিপ

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৪২ পিএম

নওগাঁয় মুজিব বর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের ঘোষনা এবং আসন্ন ঈদের পূর্বেই পুর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান সহ ৮দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে স্বাশিপ। মঙ্গলবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) নওগাঁ জেলা শাখা। মানববন্ধনে স্বাশিপের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সঞ্চালনায় ঘন্টাকাল ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার ১১টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এসময় মানববন্ধনে শিক্ষকরা বলেন একই দেশের শিক্ষা ব্যবস্থায় দুইনীতি চলতে পারে না। সকল শিক্ষা ব্যবস্থাকে এক ধারায় নিয়ে আসতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়। তা না হলে আগামীতে দেশের শিক্ষক সমাজ আরো কঠোর আন্দোলনে নামবে বলে হুশিয়ারী প্রদান করা হয়। মানববন্ধন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ