Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রেইজড আইব্রোজ’ বায়োপিকে গ্রাউচো মার্ক্সের ভূমিকায় জেফরি রাশ

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

দক্ষ অভিনেতা জেফরি রাশ ‘রেইজড আইব্রোজ’ নামের একটি জীবনী চলচ্চিত্রে মার্ক্স ব্রাদার্সের অন্যতম গ্রাউচো মার্ক্সের ভূমিকায় অভিনয় করবেন। ফিল্মটিতে আরও অভিনয় করবেন চার্লি প্লামার এবং সিয়েনা মিলার। ‘দ্য মেসেঞ্জার’ এবং ‘টাইম আউট অফ মাইন্ড’খ্যাত ওরেন মোভারম্যান ফিল্মটি পরিচালনা করবেন। নির্মিত হবে স্টিভ স্টোলিয়ারের স্মৃতিকথা ‘রেইজড আইব্রোজ : মাই ইয়ার্স ইনসাইড গ্রাউচো’স হাউস’ অবলম্বনে। এরিন ফ্লেমিং (মিলার) ১৯৭৩ থেকে ১৯৭৭ পর্যন্ত লেখক স্টোলিয়ারকে (প্লামার) বৃদ্ধ ও জরাগ্রস্ত গ্রাউচোর সঙ্গে থাকার জন্য নিয়োগ দেন। স্টোলিয়ার সেই সময়টাতে কৌতুক অভিনেতার দেখভালকারী ও ম্যানেজারের দায়িত্ব পালন করেন। স্টোলিয়ার ও মোভারম্যান ফিল্মের চিত্রনাট্য লিখেছেন। মার্ক্সদের চার ভাই চিকো, হার্পো, গ্রাউচো এবং জেপ্পো ছিলেন ১৯৩০ দশকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ও কৌতুক চতুষ্টয়। তাদের পরবর্তী কৌতুকাভিনেতাদের অনেকেই তাদের অনুকরণ বা অনুসরণ করছেন। চারভাই ৩০ ও ৪০ দশকে ‘এনিমেল ক্র্যাকার্স’ (১৯৩০), ‘ডাক স্যুপ’ (১৯৩৩), ‘আ নাইট অ্যাট অপেরা’ (১৯৩৫) এবং ‘অ্যাট দ্য সার্কাস’সহ (১৯৩৯) ১৩টি কালজয়ী কমেডি ফিল্মে অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ