Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাপলের ‘ফাউন্ডেশন’ সিজন টুতে নিম্রাত কওর

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

‘লাঞ্চবক্স’ তারকা নিম্রাত কওর অ্যাপল অরিজিনাল সিরিজ ‘ফাউন্ডেশন’-এর দ্বিতীয় সিজনে অন্য কয়েকজন তারকার সঙ্গে যোগ দিয়েছেন। ডেভিড এস. গ্রয়ারের কাহিনী অবলম্বনে সিরিজটিতে আরও নয়জনের কাস্টে যোগ দিচ্ছেন কওর। আন্তর্জাতিক তারকার মধ্যে থাকবেন হ্যারিস অ্যান্ড পেইস, লু লোবেল এবং লিয়া হার্ভি। ‘ফাউন্ডেশন’ প্রধানত চারজন মানুষের উত্থান পতনের গল্প যা মানব সভ্যতার নিয়তি নির্ধারণ করে। অ্যাপলের অরিজিনাল ড্রামা সিরিজটিতে আরও অভিনয় করবেন লরা ব্রিম, টেরিন্স ম্যান এবং ক্যাসিয়ান। কওর এর বাইরে হিন্দি ফিল্ম ‘এয়ারলিফ্ট’ , মার্কিন সিরিজ ‘হোমল্যান্ড’ আর ওয়েওয়ার্ড পাইন্স’-এ অভিনয় করেছেন। নতুন এই সিরিজে তিনি ইয়ানা সেল্ডনের ভূমিকায় অভিনয় করবেন। ইসাবেলা লল্যান্ড ‘ব্রাদার কনস্ট্যান্ট’ কুলভিন্দার গির ‘পলি ভেরিসফ’, স্যান্ড্রা ই সেনকিনডিভার এনজয়নার র্যু, এলা-রে স্মিথ ‘কুইন স্যারেট’, ডিমিট্রি লিওনাইডাস ‘হোবার ম্যালো’, বেন ড্যানিয়েল্স ‘বেল রয়েস’, হোল্ট ম্যাকালানি ‘ওয়ার্ডেন জেগার ফাউন্ট’, মাইকেল পার্সব্র্যান্ট ওয়ারলর্ড অফ ক্যালগান’, এবং রেচেল হাউস ‘টেলেম বন্ড’-এর ভূমিকায় অভিনয় করবেন। অ্যাপলের জন্য স্কাইড্যান্স টেলিভিশন সিরিজটি প্রযোজনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ