রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের দৈনিক সময়ের নারায়ণগঞ্জ অফিসে সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার নেপথ্যের সকলকে গ্রেফতার দাবি জানিয়েছেন আড়াইহাজার থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গতকাল সোমাবার আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মো. মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক বিবৃতিতে জানান, অচিরেই এই ন্যাক্কারজনক ঘটনার মূলহোতাকে গ্রেফতার করা না হলে সাংবাদিক সমাজ সম্মিলিতভাবে কঠোর আন্দোলন নামবে।
সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে যে ঘটনা ঘটেছে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছি। এরকম ঘটনা যেন ভবিষ্যতে নারায়ণগঞ্জে কোন পত্রিকা অফিসে বা অনলাইন পত্রিকা অফিস বা টেলিভিশন সাংবাদিকদের অফিসে না ঘটে সেদিকে আমাদের সোচ্চার হতে হবে। এ বিষয়ের জন্য আমরা যারা সহকর্মী বন্ধুরা আছেন সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি। বিচ্ছিন্নভাবে থাকলে এ প্রতিবাদ করেও কিছু করতে পারবেন না। সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। সেটা রাখতে হবে ঐক্যবদ্ধভাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।