Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

পিরোজপুরের প্রধান সড়কের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
গত রোববার দিনগত রাতে সদর রোডে ডায়মন্ড সুইটমিট দোকান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা।
জানা যায়, রোববার রাত ৮টায় হঠাৎ করেই ডায়মন্ড সুইটমিট দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডে মাসুম বেকারি, রুমী ফটোস্ট্যাট, গাজী সু স্টোর, প্রিয়াঙ্কা ফটোস্টাট ও স্নেহা মেডিকেল হল দোকানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা জানান, আমরা খবর পেয়ে শহরে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনি। এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কাজে আমাদের নাজিরপুর ও ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ডায়মন্ড সুইটমিট এর দোকান।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী রেজা জানিয়েছেন, পুলিশ অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে। তদন্ত চলছে। কারো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে সরকারিভাবে ১০ হাজার টাকা করে প্রাথমিকভাবে অর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ