Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

ব্যাংক কর্মচারীর মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার বিকাল ৩টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কলেজ রোডে নুরুল ইসলাম বেপারী মার্কেটের ছাদে গিয়ে ব্যাংকের ব্যানার লাগাতে গিয়ে এনআরবিসি ব্যাংক কর্মচারী মাহবুব রহমান (৩০) বিদ্যুৎলাইনের হাইভোল্টেজের তারে জড়িয়ে পড়ে। এ সময় ছাদ থেকে নিচে পরে যায়। খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোবিন্দখিল গ্রামের হেমায়েত উল্লাহর ছেলে বলে জানা গেছে। সে এনআরবিসি ব্যাংক মোগরাপাড়া শাখায় কর্মরত ছিল। এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, ব্যাংক কর্মচারীর মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবো।


ভাটা বন্ধ ও জরিমানা
কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা
কাপ্তাই উপজেলার রাইখালী ভালুকিয়া মেসার্স আশা ব্রিকস ম্যানুফ্যাকচার ইটভাটা বন্ধ ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গত রোববার বেলা ১২ টায় মহামান্য হাইকোর্টের নির্দেশে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন ভালুকিয়া মেসার্স আশা ব্রিকস ম্যানুফ্যাকচারিতে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে।
ইটভাটার লাইসেন্স না থাকা, অবৈধভাবে গাছ ও পাহাড় কেটে ইট তৈরি করার অপরাধে ইট প্রস্তুুত ও ভাটাস্থাপন নিয়ন্ত্রন আইনে মেসার্স আশা ব্রিকস ম্যানুফ্যাকচার কেরানী শ্যামল দাশকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের দন্ড প্রদান করেন।


উপকারভোগীদের চেক প্রদান
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে
গাইবান্ধা বনবিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের নিজস্ব হলে গতকাল সোমবার সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে চেক বিতরণ করেন জেলা পরিষদের নির্বাহী প্রধান (উপসচিব) মো. আব্দুর রউফ তালুকদার। এসময় গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা এএইচএম শরিফুল ইসলাম মন্ডল, গাইবান্ধা প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, বন বিভাগের সহকারি প্রকৌশলী সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ৭৮ জন উপকারভোগীর মাঝে ৯৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।


ব্যাটারি বিস্ফোরণে আহত ২
বরগুনা জেলা সংবাদদাতা
বরগুনার বেতাগীতে আগুনে পুড়ে দিন মজুর আদম আলী মুন্সির বসতঘর ছাই ও দুইজন আহত হয়েছে। গত রোববার বিকেলে ব্যাটারি বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণেন আনতে সহায়তা করতে গিয়ে আহত স্থানীয় দুই জনের মধ্যে মো. হাফিজ মসুল্লি (৩৮)কে বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়, আর চুন্নু মুন্সি (৫০) প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।
জানা গেছে, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে মুন্সিবাড়ির আদম আলী মুন্সির ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এখানকার সড়ক অপ্রশ্রস্ত হওয়ার কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না পারায় দীর্ঘ দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনমজুর আদম আলী মুন্সি বলেন, ‘চেষ্টা করেও কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমার সব কিছইু শেষ। পথে বসার উপক্রম হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ