Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে একটি গোলাপ ৫০টাকা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৩ পিএম

বসন্ত ও ভালবাসা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে একটি গোলাপফুল বিক্রি হচ্ছে ৫০টাকা দরে। এ দিবসে ফুলের চাহিদা থাকায় ইচ্ছেমত দাম হাকিয়ে নিচ্ছে ফুল ব্যবসায়ীরা। আজ সোমবার (১৪ ফেব্র“য়ারি) দুপুরে শহরের ফুলের দোকান ঘুরে দেখা গেছে, প্রতিটি দেশি গোলাপ ৩০ টাকা, থাই গোলাপ ৫০ টাকা, গ্লাডিওলাস ২০-২৫ টাকা, রজনীগন্ধা ১৫ টাকা, জারবেরা ২৫-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

করোনায় বিগত দু’বছর লোকসানের পর এবার আশার আলো দেখছে সৈয়দপুরের ফুল ব্যবসায়ীরা। বসন্ত ও ভালোবাসা দিবসের আগমুহূর্তে দ্বিগুণ বেড়েছে ফুলের দাম। গতকাল সকাল থেকে ফুলের দোকানে বিক্রি হচ্ছে নানা জাতের ফুল। ইতোমধ্যে প্রায় ১৫ লাখ টাকার ফুল আমদানি করেছে এখানকার ফুল ব্যবসায়ীরা।
ফুল ব্যবসায়ীরা জানান, সৈয়দপুর উপজেলায় ছোট্ট রড় মিলিয়ে ১৪ টির মতো ফুলের দোকান রয়েছে। এসব দোকানে দেশি ও থাই গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা ফুলের মজুত রেখেছে।

সৈয়দপুর শহরের পাপন ফুল বিতান-এর মালিক মবিনুল ইসলাম এ্যাপোলো জানান, গত রবিবার থেকে ফুল বিক্রি বেড়েছে। যশোর থেকে আমদানি করা আমদানী করছে এসব ফুল। চাহিদা বেশি থাকায় পাইকারী বাজারেও ফুলের দাম বেড়ে গেছে। পঞ্চগড় থেকে সংগ্রহ করা হয়েছে টিউলিপ ফুল। প্রতি পিস টিউলিপ ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে গত দুই বছর থেকে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে আশানুরূপ ব্যবসা করতে পারিনি। বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা কম থাকায় এবারে ফুলের বেচাকেনা ভালো হতে পারে। এবারে এ উপজেলায় ৪০ লাখ টাকার ফুল বিক্রির সম্ভাবনা রয়েছে।

শহরে ফুল কিনতে আসা গোপাল জানান, ৫০ টাকা দরে চারটি থাই গোলাপ ও ১৫ টাকা দরে কিছু রজনীগন্ধা কিনেছি। সহধর্মিনী ও সন্তানদের প্রতি ভালোবাসা জানাতে কিনে নিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে ঘিরে প্রতিবছরই স্বজনদের ফুল উপহার দিয়ে থাকি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ