বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কর্ণফুলি মোহনার সন্দ্বীপ চ্যানেলের সীতাকু-ে অভিযান চালিয়ে একটি বালুবোঝাই বাল্কহেড জব্দ করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি’র) নেতৃত্বে সমুদ্রে অভিযান পরিচালনা করে এ বাল্কহেডটি জব্দকরা করা হয়। অভিযানকালে সীতাকু- মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। এবিষয়ে জানতে চাইলে সীতাকু- সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুল আলম দৈনিক ইনকিলাবকে বলেন,মঙ্গলবার সকাল ১১টা থেকে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সমুদ্রে অভিযান চালিয়ে বালুসহ একটি বাল্কহেড জব্দকরা হয়েছে।তিনি বলেন সন্দ্বীপ চ্যানেলের সীতাকু-ের গুলিয়াখালী সমুদ্রে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে ৫-৬ কিঃমিঃ তাদের তাড়া করে সমুদ্র থেকে বালুসহ একটি বাল্কহেড জব্দ করতে সক্ষম হয়েছি। ঘটনাস্থলে মালিক পক্ষের কাউকে না পাওয়ায় কারাদন্ড অথবা অর্থদন্ড দেয়া সম্ভব হয়নি।তবে আমরা জানতে পেরেছি মানিকগঞ্জের এক ব্যাক্তি বালু উত্তোলন কর ছিল। বাল্কহেডটির মালিক আসলে জানা যাবে আসলেই কার জন্য এ বালু সমুদ্র থেকে অবৈধভাবে উত্তোলন করছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।