বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশে প্রথমবারের মতো হানসা রিসার্চ গ্রুপ এর সিন্ডিকেটেড জরিপ ‘বিপিএলওম্যানিয়া’ প্রকাশ করেছে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে কার্যক্রম চালুর পরেই এ জরিপটি প্রকাশ করে হানসা রিসার্চ গ্রুপ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাংলাদেশের মানুষের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে এবং জনপ্রিয় এ আসরটি ব্র্যান্ডগুলোর মাঝেও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। হানসা রিসার্চের বিপিএলওম্যানিয়া জরিপটি ব্র্যান্ডগুলো নিয়ে চমকপ্রদ ‘ইনসাইট’ প্রদান করবে, যা খেলা চলাকালীন সময়ে ব্র্যান্ডগুলো ব্যবহার করতে পারবে এবং বিপিএল চলাকালীন সময়ে তারা বিজ্ঞাপনবাবদ যে পরিমাণ অর্থ খরচ করে তার বিপরীতে যে আরওআই আসবে সেটাও হিসাব করতে পারবে।
এক দশকেরও বেশি সময় ধরে হানসা রিসার্চ গ্রুপ ‘আইপিএলওম্যানিয়া’ এর মাধ্যমে ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ (আইপিএল) চলাকালীন সময়ে ব্র্যান্ডগুলোর কার্যক্রম পর্যালোচনা করে এ ব্যাপারে নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে। সময়ের সাথে সাথে আইপিএলওম্যানিয়া ভারতীয় ব্র্যান্ড ও মার্কেটারদের কাছে বেশ বিশ্বস্ত হয়ে ওঠে। বিশেষ করে, জনপ্রিয় এ আসরে ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন কোন মাধ্যমে খরচ করলে ভালো ফল আসবে তা বুঝতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইপিএলওম্যানিয়া ভারতে যতটুকু সফলতা অর্জন করেছে, তেমনিভাবে বাংলাদেশেও বিপিএলওম্যানিয়া সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে হানসা রিসার্চ গ্রুপ।
বিপিএলওম্যানিয়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও কুমিল্লা এ ছয়টি শহরে জরিপ পরিচালনা করবে। তিন থেকে চার সপ্তাহের মধ্যে ২৪০০ উত্তরদাতাদের কাছ থেকে মতামত নিয়ে এ জরিপটি পরিচালনা করা হবে। সিএপিআই পদ্ধতি ব্যবহার করে এ সাক্ষাৎকারগুলো মুখোমুখি নেয়া হবে।
এ জরিপ প্রকাশকালে হানসা রিসার্চের সিইও প্রবীণ নিজহারা বলেন, “বাংলাদেশে বিপিএলওম্যানিয়া জরিপটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। বৈশ্বিক মহামারি চলাকালীন সময়ে বিপিএল নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসে একটুও ভাটা পড়েনি বরং তারা টিভি’র সামনে বসে বিপিএল এর খেলাগুলো উপভোগ করছে। বড় বড় খেলার আসরগুলোতে বিজ্ঞাপন বিপণন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে; আমরা দেখতে পারছি অনেক ব্র্যান্ড এ ধরনের আয়োজনের সঙ্গী হচ্ছে। এটি বাংলাদেশের বেলায়ও সত্যি; কারণ এখানে অনেকগুলো ব্র্যান্ড বিপিএল এর সাথে সহযোগী হিসেবে রয়েছে। প্রতিটি ব্র্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার ব্র্যান্ডটি দর্শকদের মনে কতটুকু প্রভাব ফেলছে তা জানা। বিপিএলওম্যানিয়া এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর ও ইনসাইট ব্র্যান্ডগুলোকে প্রদান করে। বিপিএলওম্যানিয়া খুব শিগগিরই বাংলাদেশে খেলাধুলা সংক্রান্ত বিজ্ঞাপনের বাজারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।