Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসন্তের আগমন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা লিখছেন নেটিজেনরা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৬:১৭ পিএম

মাঘের শীতের তীব্রতা ভেদ করে আজ ঘটেছে ঋতুরাজ বসন্তের আগমন। ফাগুনের হাওয়ায় উৎসবের রঙে মেতে উঠছে প্রকৃতি। বসন্তের আগমনধ্বনি পাওয়া যাচ্ছে গাছের নতুন কুঁড়িতে। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়, ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত।/শান-বাঁধানো ফুটপাতে/পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ/কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে/হাসছে…'

প্রকৃতির মত বসন্তের আগমনের সেই ছোঁয়া লেগে সোশ্যাল মিডিয়ায়ও। উৎসব, দ্রোহ ও বিচ্ছেদের রঙ ছড়ানো ঋতুরাজের প্রত্যাবর্তন নিয়ে নানা বার্তা লিখছেন নেটিজেনরা। সাথে অনেকে প্রকাশ করছেন নিজেদের বাসন্তী সাজের নানা ছবি।

বসন্তের আগমন নিয়ে দেশের শৗর্ষ নায়ক শাকিব খান ফেইসবুকে লিখেছেন, ‘বসন্ত বাতাসে আজ ভালোবাসার ঘ্রাণ। হৃদয় থেকে হৃদয়ে সেই রঙয়ের ছড়াছড়ি। এমন বন্ধন আমাদের মাঝে সারাবছর থাকুক। প্রকৃতির রঙ ছড়িয়ে যাক সবার মনে। জীবন হোক ভালোবাসাময়।’

সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘বসন্ত এসে গেছে.. সবাইকে বসন্তের শুভেচ্ছা!’

বিরহের সুরে চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার লিখেছেন, ‘আমার কোনো ভালবাসার মানুষ নাই। তাই আমার কোনো ভালবাসা দিবস নাই। একদা বসন্তে আমি অনেক কেঁদেছিলাম। সবাইকে বসন্তের বিরহ শুভেচ্ছা।’

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী লিখেছেন, ‘হলুদ শাড়ি আর মাথার খোপার ফুলের সুবাসে নতুন হোক পহেলা ফাল্গুন। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।’

এমডি মিরাজ উদ্দিন হিরো লিখেছেন, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, সকল বন্ধুদের প্রতি রইলো ঋতুরাজ বসন্তের সকালে ফোটা এক গুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা।’

হামিদ জসিম লিখেছেন, ‘সবাইকে ভালোবাসাময় বাসন্তী শুভেচ্ছা। নিরন্তর শুভ কামনা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ