Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালবাসা দিবসে পথশিশুদের ইচ্ছে পূরণ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৯ পিএম

ভালবাসা দিবস উপলক্ষ্যে সিদ্বিরগঞ্জের একটি চাইনিজ রেষ্টুরেন্টে পথশিশুদের সাথে ভালবাসা বিনিময় করলো সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা ইচ্ছে পূরণের উদ্যোক্তা সৌরভ ইমাম। শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, মধ্যাহ্নভোজ শেষে সমাজের সুবিধাবঞ্চিত এই শিশুদের উপহার হিসেবে নতুন পোশাকও দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে প্রত্যেকটি শিশুদের ফুল উপহার দেন আয়োজকরা। এরপর অতিথিরা পথশিশুদের প্লেটে খাবার তুলে দেন। মাঝে তাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে শিশুতোষ নাটক ও গানের আয়োজনও ছিলো। পুরো আয়োজনে নেচে-গেয়ে মেতে ওঠে পথশিশুরা। এমন আয়োজনে নির্মল ভালোবাসায় উচ্ছ্বসিত হয় শিশুগুলো। অতিথিদের ভালোবাসা পেয়ে আনন্দ ছড়িয়ে পড়ে তাদের চেহারায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার, কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল পুলিশ ক্যাম্প ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিক, ইচ্ছে পূরনের উদ্যোক্তা ও টিভি সাংবাদিক সৌরভ ইমাম, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সহ-সভাপতি শাহাদাত হোসেন স্বপন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামন নূর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম.এ.শাহীন, সদস্য কামরুল হাসান, মোঃ আরিফ হোসেন, ইসমাইল হোসেন মিলন ও এম.এইচ সৈকত। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আশিকুর রহমান হান্নান, জাকির হোসেন, ম্যানচেস্টার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল হোসেন, মানবাধিকার কর্মী সোহাগ ইব্রাহীম, বিশিষ্ট ব্যবসায়ী এম এ রব ও সমাজসেবক সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে এমন আয়োজনের প্রশংসা করে বলেন, শিশুরা আমদের ভবিষ্যৎ। এদের যত্ন নিয়ে তারা ভবিষ্যতে আমাদের সম্পদ হবে। তাই তাদের মূল ধারায় ফিরিয়ে আনলে সবার জন্যই মঙ্গল।

অতিরিক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, পুলিশ বরাবরই মানবিক কাজকে অগ্রাধিকার দিয়ে থাকে। এমন আয়োজন অন্যদের অনুপ্রাণিত করবে। আমাদের বিশ্বাস, এমন আয়োজন করে অনেকই পথশিশুদের পাশে থাকবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু বলেন, ভালোবাসা দিবস বলতে আমরা প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসাকে বুঝি। আসলে সত্যিকারের ভালোবাসা তা নয় বলে আমি মনে করি। কেননা ভালোবাসা সর্বজনীন। সেই নিরীখে আমরা গত ৪ বছর যাবত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভালোবাসা দিবস পালন করছি। তিনি আরো বলেন, এতে যদি পথশিশুরা আনন্দিত হয়, তাহলে আমাদের এ উদ্যোগ সার্থক হবে বলে মনে করি আমি।

অনুষ্ঠানে এসে আবেগ আপ্লুত শিশু আরিফ বলেন, আজকে আপনেরা আমগো খাওয়াইলেন, পোশাক দিলেন। এমনডা কেউ করে না। আমাগো কেউ আদর করে না। রূপা নামের আরেক পথশিশু বলেন, আজকে আমগো খাওয়াইলেন, পোশাক দিলেন। অনেক দিন বিরিয়ানি খাইনা, আজকে খাইলাম। #

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ