Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরির অভিযোগে আশুলিয়ায় কারখানা সিলগালা

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৮ পিএম

বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরির অভিযোগে সাভারের আশুলিয়ায় একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে মাহাদি হাসান বুলবুলের গুড় তৈরির কারখানাটি সিলগালা করে দেন আশুলিয়া সহকারী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন।
এলাকাবাসী জানায়, শিমুলিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাহাদি হাসান বুলবুল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলো। পরে বাজার থেকে সেইসব গুড় কিনে মানুষরা প্রতারিতসহ নানান রোগে আক্রান্ত হলে এলাকাবাসীর অভিযোগে ভিত্তিত্বে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করে দেন।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে গুড় তৈরি কারখানাটির মালিক বুলবুল শ্রমিকদের নিয়ে পালিয়ে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ