Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় সুন্দরবন রক্ষা ও জাতীয় দিবস ঘোষণার দাবিতে পোস্টার লেখা ও প্রদর্শন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১৯ পিএম

সাতক্ষীরা তালায় সুন্দরবন রক্ষা ও ১৪ ফেব্রুয়ারি জাতীয় সুন্দরবন দিবস ঘোষণার দাবিতে পোস্টার লেখা ও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় তালা উপজেলা পরিষদ চত্বরে অর্ধশত শিক্ষার্থীর উপস্থিতিতে দুইঘণ্টা ব্যাপী পোস্টার প্রদর্শন অনুষ্ঠিত হয়।

আমরাবন্ধু সংগঠনের অহবানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও নাগরিক কমিটির সদস্যরা সুন্দরবন রক্ষায় বিভিন্ন দাবি ও স্লোগান পোস্টার সংবলিত লেখা নিয়ে প্রদর্শনে অংশ গ্রহণ করেন।
এসময় তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি তালা উপজেলা শাখার সভাপতি সরদার রফিকুল ইসলাম প্রদর্শনে একাত্ম প্রকাশ করে অংশ নেন।
প্রদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীরা রঙিন পোস্টারে বিভিন্ন দাবি তুলে ধরেন, একাদশ শ্রেণির শিক্ষার্থী পুষ্পিতা সেনতার পোস্টারে লিখে আনেন-যদি বাঁচে সুন্দরবন, পাবে সুস্থ দেহ সুন্দর মন। সুন্দরবন বাঁচাও, পরিবেশ বাঁচাও। সুন্দরবন রক্ষা করি দূষণমুক্ত পরিবেশ গড়ি। যদি বাঁচে সুন্দরবন, বাজবে অনেক পশুর জীবন"
প্রদর্শন শেষে বিজয়ীদের মাঝে তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম এবং আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসান পুরস্কার বিতরণ করেন।
তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৃদুল আখুঞ্জি তার পোস্টারে লিখেন,"সুন্দরবনের বিশেষ অঞ্চলকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করার দাবি জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ