Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় বৈদ্যবাড়িতে অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তারে এমপির নির্দেশ

সাতকানিয়া(উপজেলা) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪৪ পিএম

সাতকানিয়ার কেঁওচিয়ায় তেমুহনী এলাকায় গত বুধবার দিবাগত রাতে দুবৃর্ত্তের দেয়া আগুনে ঐতিহ্যবাহী চন্ডি বৈদ্যর বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দ্রæত আইনের আওতায় আনার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন চন্দনাইশ সাতকানিয়া আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। গতকাল রবিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শণকালে সাতকানিয়া থানার ওসি আব্দুল জলিলকে এ নির্দেশ দেন। তিনি বলেন, আমররা অসাম্প্রায়িকতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। জাতীর জনক বঙ্গবন্ধু আজীবন অস্প্রাদায়িকতা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। এ ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কোন গোষ্টি করেছে কিনা তা খতিয়ে দেখা দরকার। এসময় কেওচিয়ার নব নির্বাচিত চেয়ারম্যান ওসমান আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কান্তি দাশ সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ও আওয়ামীলীগ নেতা কুতুব উদ্দিন। কেওচিয়ার চেয়ারম্যান ওসমান আলী বলেন, আমি এই ইউনিয়নকে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এখনো কাউকে সম্প্রীতি বিনষ্টের সুযোগ দেয়া হবেনা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ