Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে রাতে দোকানপাট বন্ধ রাখার বিধিনিষেধ প্রত্যাহার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০৫ পিএম

রাজশাহীতে করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় রাত থেকে সকাল পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার যে বিধিনিষেধ ছিল তা আজ থেকে প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন। আজ রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রদান করে এ প্রত্যাহারের কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী জেলায় সকল বিপনীবিতান, শপিংমল, বিনোদন কেন্দ্র, রেস্তোরাসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান গত ২৮ জানুয়ারী থেকে জারিকৃত বিজ্ঞপ্তির মাধ্যমে রাত ৮ টা হতে সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে রাজশাহী জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় জারিকৃত বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার থেকে পূর্বের মতো সকল দোকান পাট চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ