বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের চৌগাছায় জাতীয় উলামা কল্যাণ পরিষদ নামে নতুন একটি ইসলামি ধারার রাজনৈতিক দলের ঘোষণা দেয়া হয়েছে।
রবিবার (১৩ ফেব্ররুয়ারি) উপজেলার আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদরাসার হল রুমে এক অধিবেশনে দলটির আংশিক জাতীয় কমিটির ঘোষণা দেন দলটির মহাসচিবের দায়িত্ব পাওয়া শহিদুল ইসলাম ইনসাফি।
ইসলামি ঐক্যজোট যশোর জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ইনসাফীকে মহাসচিব করে দলটির আমীর করা হয়েছে আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদরাসার প্রধান মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাককে। মুফতি আব্দুর রাজ্জাক হেফাজতে ইসলামের সাবেক আমীর শাহ আহমদ শফীর অনুসারী।
উক্ত সম্মেলনে দলটির মহাসচিব শহিদুল ইসলাম ইনসাফী আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির এগারো সদস্যের এবং ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সাথে আগামী ৯০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হবে মর্মে প্রতিশরুতি দেওয়া হয়।
কমিটিতে নায়েবে আমীর করা হয়েছে ইসলামি ঐক্যজোট চৌগাছা উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস ও আড়ারদাহ মাদরাসার শিক্ষা পরিচালক মুফতী মাহমুদুল হাসানকে। এছাড়া মাওলানা হুমায়ুন কবিরকে যুগ্ম-মহাসচিব, মাহবুবুর রহমানকে দপ্তর সম্পাদক, মুফতি মুশফিকুর রহমান ইনসাফীকে প্রেস-সম্পাদক, মাওলানা আবু সাইদকে সহ-প্রেস সম্পাদক, মুফতি আব্দুল হাকিমকে সাংগঠনিক সম্পাদক, মুফতি ইয়াছিন ও মাওলানা ইসরাফিলকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অধিবেশনের প্রধান বক্তা ও সংগঠনটির মহাসচিব শহিদুল ইসলাম ইনসাফী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় উলামা কল্যাণ পরিষদ অংশ নেবে। তিনি যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে সাংসদ পদে প্রার্থী হবেন। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে শহিদুল ইসলাম ইনসাফী বিএনপি জোট থেকে যশোর-২ আসনে মনোনয়ন চান। তবে জামাত ইসলামের সাবেক সাংসদ আবু সাইদকে মনোনয়ন দেয় বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।