Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাকালের প্রথম এইচএসসি পরিক্ষা ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার সর্বোচ্চ

জিপিএ-৫ বাড়ল কয়েকগুন এবারো, ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

নাছিম উল আলম | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩২ পিএম

করোনা মহামারীর মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডের প্রথম উচ্চ মাধ্যমিক পরিক্ষায় পাশের হার এযাবতকালের সর্বোচ্চ ৯৫.৭৬%-উন্নীত হল । রোববার সারা দেশের সাথে বরিশাল শিক্ষা বোর্ডের ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফল প্রকাশিত হবার পরে উচ্ছসিত সাধারন ছাত্র-ছাত্রীরা। তবে ২০১৯ সালে বরিশাল বোর্ডে জিপিএ-৫’এর সংখ্যা ১ হাজার ২০১ থেকে বেড়ে এবার ৯ হাজার ৯৭১-উন্নীত হয়েছে। গত বছর অটো প্রমোশনের শতভাগ পাশের সময়ও বরিশাল বোর্ডে জিপিএ-৫’এর সংখ্যা ছিল ৫ হাজার ৫৬৮। আর ২০১৯ সালের তুলনায় এ বোর্ডে পাশের হার ৭০.১০ ভাগ থেকে এবার ২৫ ভাগেরও বেশী বেড়েছে। তবে এবারো জিপিএ-৫ সহ প্রতিটি ক্ষেত্রেই বরিশাল শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফলই ভাল।
বরিশাল ক্যাডেট কলেজে তার অতীত ঐতিহ্য অক্ষুন্ন রেখে ৪৯ ছাত্রের সবাই জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়েছে বলে কলেজ প্রিন্সিপাল কর্ণেল সাইফুল হক আহমেদ জানিয়েছেন।
২০২১ সালে বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরিক্ষায় ৬৬ হাজার ৭৯৬ অংশগ্রহনকারীর মধ্যে মেয়েদের সাফল্য হার ৯৬.৯৪% হলেও ছেলেদের তা ৯৪,৪৮%। জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের সংখ্যা ৬ হাজার ৪৯০ হলেও ছেলেদের ক্ষেত্রে তা হাজারেরও কম, ৩ হাজার ৪৮১। তবে এবার মানবিক বিভাগে মেয়েদের পাশের হার এযাবতকালের সর্বোচ্চ ৯৮.৪৪%। ব্যাবসায় শিক্ষা বিভাগে মেয়েদের সাফল্য হার ৯৪.৭৭% হলেও বিজ্ঞান বিভাগে তা ৯২.৮৬%।
অপরদিকে এবারের এইচএসসি পরিক্ষায় পাশের হার ৯৫.৯৬% হলেও ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য আরো ২.৪৬% বেশী। জিপিএ-৫ নিয়ে সাফল্য হারে বিজ্ঞান বিভাগেই ৪ হাজার ৯৬৮ ছাত্রÑছাত্রী উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগে ৪ হাজার ১৬৯ এবং ব্যাবসায় শিক্ষা বিভাগে মাত্র ৮১৬ ছাত্রÑছাত্রী জিপিএ-৫ লাভ করেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের ২০২১ সালের এইচএসসি’র পাশের হারে মানবিক বিভাগেই সাফল্য হার সের্বাচ্চ, ৯৭.৬৩%। ব্যাবসায় শিক্ষায় তা ৯৩.৫৩% হলেও এযাবতকালের ধারাবাহিকতা উল্টে দিয়ে বিজ্ঞান বিভাগে পাশের হার গড় হারের ৪.১০% নিচে ৯১.৬৫%।
বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার ৩৩০টি কলেজের ৬৬ হাজার ৭৯৬ ছাত্রÑছাত্রী ১২১টি কেন্দ্রে অংশ নিলেও এবারের এইচএসসি পরিক্ষায় শূণ্য পাশের হারের কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রীই পাশ করেছে। যারমধ্যে বরিশালে ২১টি, ঝালকাঠীতে ১১টি, পিরোজপুরে ১০টি, বরগুনায় ৭টি, ভোলাতে ৫টি এবং পটুয়াখালীতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রী পাশ করেছে। তবে ২০২১-এ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরিক্ষায় ৬৮ হাজার ৬২২ ছাত্রÑছাত্রীর মধ্যে ১ হাজার ৮২৬ জন অংশ গ্রহনই করেনি।
গত বছরের এইচএসসি পরিক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে ৪Ñ<৫ গ্রেডে উত্তীর্ণের সংখ্যাই সর্বোচ্চ, ৩১ হাজার ২৭ জন। দ্বিতীয় সর্বাধীক জিপিএ ৩.৫Ñ<৫ গ্রেডে উন্নীত হয়েছে ১৪ হাজার ১৩৪ জন। আর সর্বনি¤œ ১Ñ<২ গ্রেডে পাশ করেছে সর্বনি¤œ সংখ্যক মাত্র ৮১ জন ছাত্রÑছাত্রী।
জেলাওয়ারী ফলাফলে ৯৬.৯৩% সাফল্য নিয়ে বরিশালের অবস্থান ৬ জেলার শীর্ষে। জেলাটির ১০৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ হাজার ৪৭২ ছাত্রÑছাত্রী ২০২১ সালের এইচএসসি পরিক্ষায় অংশ নেয়। বোর্ডের দ্বিতীয় অবস্থানে ঝালকাঠীর ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ২৩৭ ছাত্রÑছাত্রীর পাশের হার ৯৬.৪০%। তৃতীয় অবস্থান বরগুনার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ হাজার ৩৬৭ ছাত্রÑছাত্রীর পাশের হার ৯৬.৩১%। ৪র্থ অবস্থানে পিরোজপুরের ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান। এ জেলার ৯ হাজার ৬৭৯ ছাত্রÑছাত্রীর গড় পাশের হার ৯৬.১৫%। বরিশাল বোর্ডে ৫ম অবস্থানে দ্বীপ জেলা ভোলার ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার ৪৮৩ ছাত্রÑছাত্রীর গড় পাশের হার ৯৪.৫৮%। আর দক্ষিণাঞ্চলে ৬টি জেলার সবার নিচে এবার পটুয়াখালীর অবস্থান। জেলাটির ৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের গড়হার ৯৩.৪৬%। অংশগ্রহনকারী ছাত্রÑছাত্রীর সংখ্যা ছিল ১২ হাজার ৩৮৪।
রোববার বরিশাল শিক্ষা বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরিক্ষার ফলাফল ঘোষনার পরেই শিক্ষা প্রতিাষ্ঠানগুলোতে উচ্ছাশের বণ্যার সাথে কিছু ছাত্রÑছাত্রী কাঙ্খিত ফল না করায় চোখের পানিও ধরে রাখতে পারেনি। বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের প্রায় সব মিষ্টির দোকানই দুপুরের আগেই ফাঁকা হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ