Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ের জন্য পুলিশের চাকরি ছাড়লেন ডিএ তায়েব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩৩ এএম

অভিনেতা ডিএ তায়েব পুলিশের চাকরি ছেড়েছেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ইন্সপেক্টর পদ থেকে রিটায়ারমেন্ট পিটিশন দাখিল করেছেন তিনি। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটনে পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডি এ তায়েবের চিঠির বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটনে পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ডি এ তায়েব ব্যক্তিগত কারণে জানুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য চিঠি দিয়েছেন।’

এদিকে ডি এ তায়েব নিজে এ তথ্য জানিয়ে বলেন, ‘আমি অভিনয়ের জন্য পুলিশের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। অভিনয়ের ক্ষেত্রে আমার আরো ব্যস্ততা বেড়েছে।এ কারণে দু’দিক সামাল দিতে পারছি না। নিজেকে অভিনেতা হিসেবে দর্শকদের সামনে হাজির করতে চাই। এ কারণে দীর্ঘ ২৫ বছরের চাকরি শেষে অবসরে যাওয়ার আবেদন করেছি।’

তিনি আরো বলেন, ‘কারো প্রতি মান অভিমান করে চাকরি ছাড়ছি না। গত মাসে আমি আবেদন জমা দিয়েছি।’

কিন্তু পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২২-২৪ মেয়াদে) এ বছরের নির্বাচনে কাঞ্চন-নিপুন প্যানেল থেকে সহ-সভাপতি প্রার্থী ছিলেন ডি এ তায়েব। কিন্তু তিনি নির্বাচন বর্জন করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন ‘ভোর পৌনে পাঁচটা বাজে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসেব মেলাতে পারছেন না। এই নির্বাচন আমি বর্জন করলাম।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিভি নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ