পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে ‘ফলপ্রসূ আলোচনা’র পর ভিসির পদত্যাগ দাবির আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। ভিসির পতনের মূল দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীর চ্যান্সেলরকে আশ্বাস ও শিক্ষার্থীদেরকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সহযোগিতা করার নির্দেশে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিনকে ভিসি কার্যালয়ে গিয়ে অফিস করতে কোনোরূপ প্রতিবন্ধকতার তৈরি করবে না বলে জানিয়েছেন তারা। এদিকে ভিসি বলেন, ‘আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যারা আহত হয়েছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করছি। উক্ত ঘটনার ধারাবাহিকতায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী যারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসার পূর্বে গণমাধ্যমকে ড. মুহম্মদ জাফর ইকবাল দম্পতিকে এমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগ প্রদানের বিষয়টি জানানোর পর বৈঠককালে এ সম্পর্কিত কোনো দাবি ও প্রস্তাবনা করেন নি শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীদের প্রধান দাবি ভিসিকে অপসারণ, বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক পদ যোগ্য ব্যক্তি দ্বারা প্রতিস্থাপন, দায়েরকৃত মামলা প্রত্যাহার, অনলাইন লেনদেনের একাউন্টগুলো পুনরায় চালু এবং সজল কুন্ডুকে এককালীন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে যোগ্যতা অনুযায়ী অন্তত ৯ম গ্রেডের স্থায়ী সরকারী চাকরি প্রদানের দাবি তুলে ধরেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।