Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে ৯ ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

দেশের উচ্চ আদালতের রিট পিটিশন অনুসারে অবৈধ ইটভাটার কার্ক্রম নির্দেশনা মোতাবেক হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অনুমোদনহীন রামগড় উপজেলার ৯টি ইটভাটাকে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত। রামগড় উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার সরেজমিনে উপস্থিত থেকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার এ প্রতিনিধিকে বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন আদেশ মোতাবেক গতকাল হতে রামগড় উপজেলার ৯টি ইটভাটা সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ সময় আইন-শৃংখলা বাহিনী দায়িত্বরত ওসি (তদন্ত) রাজীব চন্দ্র করসহ রামগড় থানা পুলিশের ফোর্স ও স্থানীয় সাংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ