Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ফিন্যান্সিয়াল মার্কেট এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে সেমিনার

প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) বাংলাদেশ ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ আয়োজনে সম্প্রতি ইপিবির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ‘আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা ও বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক দৃষ্টিপাত’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠান। সেমিনার অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিনিধি, রপ্তানিকারকগণ এবং বিভিন্ন চেম্বার ও সমিতির শীর্ষস্থানীয়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইপিবির সহ-সভাপতি ও সিইও মাফরুহা সুলতানা। তার আলোচনায় বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রপ্তানিকারকদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক ঝুঁকি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা প্রসঙ্গে গুরুত্বারোপ করেন তিনি। মূল প্রবন্ধ পাঠ করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ-এর ফিন্যান্সিয়াল মার্কেটের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর মোর্শেদ। তার উপস্থাপনায় বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। সেই সাথে রপ্তানিকারকদের আর্থিক ঝুঁকি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন আলমগীর মোর্শেদ। এ ছাড়া ইপিবির পরিচালক আব্দুল মঈন সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রশ্ন উত্তর পর্ব এবং ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ফিন্যান্সিয়াল মার্কেট এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ