বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর আড়ানী স্টেশন এলাকার বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেল লাইন ভেঙে যায়। ফলে তাৎক্ষণিক রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন উত্তরা এক্সপ্রেস ট্রেনটিসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
জানাযায়, গেটম্যান নায়েব আলীর বুদ্ধিমত্তায় একটি ট্রেন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে। এই ঘটনায় গেটম্যানকে পুরস্কারের ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, শনিবার সকালে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন।
এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, নায়েব স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিন ধরেই রেল ক্রসিংয়ে গেটম্যান হিসেবে কাজ করতেন। নিয়োগ না থাকলেও তিনি মানুষের প্রাণ বাঁচাতে এই কাজ করে যেতেন। সম্প্রতি তার কথা জানতে পেরে গত ১ জানুয়ারি থেকে তাকে অস্থায়ী গেটম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর কয়দিন পরই তার বুদ্ধিমত্তায় একটি ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। নায়েব আলীর কর্মদক্ষতা আমাদের মুগ্ধ করেছে। দু’একদিনের মধ্যে তাকে রেলের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে।
ঘটনাসূত্রে জানা যায়, আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় ৯ ইঞ্চি রেল ভাঙ্গা দেখতে পেয়ে নায়েব আড়ানী রেল স্টেশন মাষ্টারকে অবগত করেন। ফলে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। তার লাল কাপড়ে রক্ষা পান ট্রেনের যাত্রীরা। কিন্তু তার আগেই পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আড়ানী স্টেশন থেকে ছেড়ে চলে আসে। এ সময় দ্রুত নায়েব লাল কাপড় উড়িয়ে ট্রেনটিকে থামতে সংকেত দেন। এর ফলে ভাঙা স্থান থেকে ৫০০ মিটার দূরে ট্রেনটি থেমে যায়। এতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রেল লাইন মেরামত করার পর ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।