Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনায় প্রবাসীর বিরুদ্ধে অপপ্রচার

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

কুমিল্লার মেঘনার এক প্রবাসীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়। মেঘনা উপজেলার বড়কান্দা গ্রামের আল আমিন বলেন, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে মেঘনা থানা পুলিশ, বড়কান্দা চৌরাস্তায় একতা সমাজ কল্যাণ ক্লাব ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছেন। এ ক্লাব প্রতিষ্ঠাতা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম আমার চাচা, দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছেন, তারপরও তাকে সামাজিকভাবে হেয় প্রতিপণ্য করতে রফিক গংরা বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আমি এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গত ৭ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে গতকাল শনিবার আলআমিন গণমাধ্যমকে অবহিত করেন। এ প্রসঙ্গে শনিবার মেঘনা থানা ওসি ছমির উদ্দিন বলেছেন, পরিত্যক্ত অবস্থায় ক্লাব ঘর থেকে গুলি উদ্ধার করা হয়েছে। এখনো মামলা হয়নি তদন্ত চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ