রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার মেঘনার এক প্রবাসীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়। মেঘনা উপজেলার বড়কান্দা গ্রামের আল আমিন বলেন, গত ৬ ফেব্রুয়ারি গভীর রাতে মেঘনা থানা পুলিশ, বড়কান্দা চৌরাস্তায় একতা সমাজ কল্যাণ ক্লাব ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছেন। এ ক্লাব প্রতিষ্ঠাতা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম আমার চাচা, দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছেন, তারপরও তাকে সামাজিকভাবে হেয় প্রতিপণ্য করতে রফিক গংরা বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আমি এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গত ৭ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে গতকাল শনিবার আলআমিন গণমাধ্যমকে অবহিত করেন। এ প্রসঙ্গে শনিবার মেঘনা থানা ওসি ছমির উদ্দিন বলেছেন, পরিত্যক্ত অবস্থায় ক্লাব ঘর থেকে গুলি উদ্ধার করা হয়েছে। এখনো মামলা হয়নি তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।