Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাসে কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দিতে কোরআন প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে। গত শুক্রবার গভীর রাত পর্যন্ত উপজেলার জিয়ারকান্দি মানবকল্যান সংস্থার উদ্যোগে আয়োজিত কোরআন প্রতিযোগিতায় কুমিল্লা জেলার বিভিন্ন মাদরাসার প্রায় ৩শ’ ৫০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। উক্ত প্রতিযোগিতায় ৩০ পারা কোরআনের হিফজুল তিন দিন ব্যাপী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি প্রতিযোগিতা করে প্রথম স্থান অধিকার করেন তাহফিজুল কোরআনিল কারীম ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র মো. শাহেদুল ইসলাম, তাকে ক্রেস্ট, সনদ ও ৩০ হাজার টাকা পুরস্কৃত করা হয়, দ্বিতীয় স্থান অধিকার করেন মারকাযুল হিদায়াহ হিফজ মাদরাসার ছাত্র মো. আবু সাঈদ, তাকে ২০ হাজার টাকা পুরস্কৃত করা হয় এবং তৃতীয় স্থান অধিকার করেন লাকসাম দারুস সুন্নাত তাহসিনুল মাদরাসার ছাত্র মো. জাহিদুল ইসলাম, তাকে ১৫ হাজার টাকা পুরস্কৃত করা হয় এবং ৪র্থ স্থান অধিকারীকে ৫ হাজার টাকা পুরস্কৃত করা হয়। এছাড়াও ৫ ও ১০ পারাসহ সর্বমোট ৫৮জন প্রতিযোগিদেরও ক্রেস্ট ও সার্টিফিকেট এবং অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। জিয়ারকান্দি যুব সমাজের সহযোগিতায় অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন প্রবাসী মো. নাজমুল হোসেন ও তাঁর পরিবারের লোকজন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাজমুল হোসেন আগামী অনুষ্ঠানের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। অতিথি বৃন্দের মাঝে শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়াবিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সম্মানিত ব্যক্তিদেরকে সম্মাননা স্মারক, ইসলামী বইসহ আরো উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। যারা প্রোগ্রামে সেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেছেন সবাইকে উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। জিয়ারকান্দি সমাজ কল্যান সংস্থার সভাপতি ফাহিম সরকার, সাধারণ সম্পাদক শামিম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার সরাকের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ