Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৮ এএম

হত্যাচেষ্টার অভিযোগ

নাটোর জেলা সংবাদদাতা
নাটোর রেলওয়ে স্টেশনে এক যুবককে ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তার নাম ফয়সাল (২০)। তার বাড়ি নড়াইল জেলার হাচলাকালিয়া গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী। গত শুক্রবার রাত পৌনে ১ টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনের অদূরে রেলওয়ে গেট এলাকায় এই ঘটনা ঘটে।
নাটোর রেলস্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে এলাকাবাসী জানায় এক যুবককে কে বা কারা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এলাকার লোকজন ফয়সালকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন আছে।
তিনি আরো জানান, ট্রেনটি স্টেশন ছাড়ার অব্যবহিত পরে দ্রুতগামী না হওয়ায় তেমন একটা ক্ষতি হয়নি তার।


নারীকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল জেলা সংবাদদাতা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের দুয়াজানী গ্রামে লালবানু (৫৮) নামের এক নারী খুন হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে ওই নারীকে কুপিয়ে হত্যা করে ঘাতকরা পালিয়ে যায়। নিহত লালবানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। এ হত্যাকাণ্ডের সাথে পরিবারের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ।
নাগরপুর থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, দুয়াজানী গ্রামের লালবানু (৫৮) নামের এক নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাপাতালে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় নিহত লালবানুর ছেলে ও ছেলের বৌসহ ৯ জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।


বিদ্যুৎস্পৃষ্টে নিহত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাঈল হোসেন (৫৩) নামের স্থানীয় এক আ.লীগ নেতার মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের বীরসিং গ্রাম সংলগ্ন জমিতে এ ঘটনাটি ঘটে। তিনি বীরসিং গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের বীরসিং গ্রামের নিজের জমিতে বৈদ্যুতিক সেচ পাম্প দ্বারা কৃষি জমিতে পানি সেচ দিতে যান ইসমাঈল। সেখানে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর। গতকাল শনিবার সকালে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।


বিড়ি শিল্প রক্ষার দাবি
বরিশাল ব্যুরো
শুল্ক হ্রাসসহ বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রের হাত থেকে বিড়ি শিল্পকে রক্ষার দাবিতে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ। গতকাল শনিবার দুপুরে বরিশাল চেম্বার ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চলাকালে বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তাগণ বিড়ি শিল্পকে বহুজাতীক কোম্পানির ষড়যন্ত্রের হাত থেকে রক্ষার দাবি জনিয়ে এর সাথে দেশের লক্ষ লক্ষ শ্রমিকের ভাগ্য জড়িত বলে জানান। বক্তাগন বিড়ির ওপর ন্যায্যভাবে কর আরোপেরও দাবি জানান।
এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিপুল সংখ্যক বিড়ি শ্রমিক অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ