বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার চাটমোহরে মটরসাইকেলের সাথে মাটি বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ট্রলির মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম (৩৪) নামের একজন বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে
শনিবার দুপুরের দিকে চাটমোহর-অষ্টমনিষা আঞ্চলিক সড়কের পৈলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঞ্জুরুল ইসলাম নিউজিল্যান্ড ডেইরি কোম্পানির চাটমোহর টেরিটরিতে কর্মরত ছিলেন। পেশাগত কাজে ওই এলাকায় গিয়েছিলেন। মঞ্জুরুল নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, সংঘর্ষের সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মঞ্জুরুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে চাটমোহর সরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বড়াইগ্রামের বনপারায় পৌঁছালে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে পলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি নিজেদের হেফাজতে নিয়েছে। চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ দুর্ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।