Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে দুধকুমর নদীতে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪৫ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুধকুমর নদের সোনাহাট সেতুর দক্ষিনে নির্মানাধীন নতুন গার্ডার ব্রীজ এর পাশ থেকে হাফ প্যান্ট পরিধানকৃত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে দুধকুমার নদে একটি অর্ধ গলিত লাশ ভাসতে দেখে এলাকাবাসী ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনও পরিচয় সনাক্ত হয়নি। ধারণা করা হয় লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে লাশটি পানিতে ডুবে মারা গেছে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত দেহটি উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ