বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শনিবার (১২ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পাথরঘাটা উপজেলা কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন এবং দলীয় পতাকা উত্তোলন করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান বরগুনা জেলা শাখার সভাপতি গৌরঙ্গ শিকদার শিবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন।
পাথরঘাটা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌরঙ্গ সিকদার শিবু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট বিমান কান্তি গুহ, বরগুনা জেলা পুরহিত সেবায়েত প্রশিক্ষণ কার্যক্রমের জুনিয়র কনসালটেন্ট বাবু আকাশ হীরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি বাবু কাজল চন্দ্র দাস, বোদ্ধ প্রতিনিধির পক্ষে উথান মাতুব্বর ও চথয়ঞ মাতুব্বর,পাথরঘাটা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র হাওলাদার, পাথরঘাটা পৌরমেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল তালুকদার,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি অরুণ কর্মকার ও সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র মৃধা (বিটুল) সহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধি এবং অতিথি বৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন বলেন, (বামনা-বেতাগী- পাথরঘাটা) আমার নির্বাচনী এলাকায় হিন্দুরা আওয়ামী লীগের আমলে সবসময়ই নিরাপদে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যে যাই বলুক না কেন আওয়ামীলীগ আপনাদের সরকার ;আমাদের সরকার। সকলে ঐক্যবদ্ধ থাকবেন। বর্তমান প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। হিন্দুরা ঐক্যবদ্ধ থাকলে আপনাদের অনুষ্ঠানে আমাদেরকে ঢাকার প্রয়োজন হয় না। সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করুন। সংঘটিত থাকুন । দেশের উন্নয়নে কাজ করুন। এই অঞ্চলের উন্নয়নে যে সকল প্রকল্প ইতিমধ্যেই পাস করা হয়েছে; সে সকল কাজ খুব শিগগিরই শুরু হবে এবং দু'বছরের মধ্যে এই এলাকার চিত্র উন্নয়নের বদলে যাবে ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব চন্দ্র শীল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।