Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী সমিতি থেকে পদত্যাগের ঘোষণা রুবেলের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৬:১৭ পিএম

চিত্রনায়িকা রোজিনার পর শিল্পী সমতির নবনির্বাচিত কমিটি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে জয় পাওয়া চিত্রনায়ক রুবেল। শনিবার (১২ ফেব্রুয়ারি) রুবেল জানিয়েছেন, তিনি সহ-সভাপতির পদ থেকে সরে যেতে চান। দিন দুয়েকের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করতে চাইছেন।

পদত্যাগ প্রসঙ্গে রুবেল বলেন, ‘আমি যদি কমিটিতে থেকে সময় দিতে না পারি তাহলে তাহলে সেখানে থেকে আসলে লাভ নেই। উল্টো আমার ইমেজটা নষ্ট হবে। সেটা আমি চাচ্ছি না। মুলত এই কারণেই সরে আসা।’

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, ‘সারা দেশব্যাপি কারাতে প্রশিক্ষনের ক্যাপ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে পটুয়াখালিতে একটি ক্যাপ করে এসেছি, নির্বাচনের সময় বিষয়টি আমি জানতাম না কখন শুরু হবে। যদি আমি জানতাম তাহলে নির্বাচনেই অংশগ্রহণ করতাম না। কিন্ত ঐ সময়ে কাজটি আমি পাইনি। কাজটি পেয়েছি আমি নির্বাচনের দিন।’

তিনি আরও বলেন, ‘এছাড়া নির্বাচকে ঘিরে নিজেদেও মধ্যে যে কাদা ছোড়াছোড়ি হচ্ছে সেই বিষয়টার সাথে আমি অভ্যস্ত না। এই বিষয়গুলোর থেকে আমি দুরতে থাকতে চাই। কেউ যাতে বলতে না পারে অমুক ক্ষমতায় এসেছে বলে রুবেল পদত্যাগ করেছে এই কারণে আজকেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছি।’

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি ২০২২-২৪ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন চিত্রনায়ক রুবেল ও খলঅভিনেতা ডিপজল। তারা দু’জনই লড়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে। তাদের বিপরীতে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ ও ডিএ তায়েব। ১৯১ ভোট পেয়ে সহ সভাপতি পদে জয়ী হয়েছিলেন রুবেল।

এর আগে চিত্রনায়িকা রোজিনা শিল্পী সমতির নবনির্বাচিত কমিটি থেকে পদত্যাগ করতে পদত্যাগপত্র জমা দিয়েছেন গত বৃহস্পতিবার। তার সঙ্গে যুক্ত হলো রুবেলের নামও। শুধু তাই নয়, শোনা যাচ্ছে মিশা-জায়েদ প্যানেল থেকে বিজয়ী হওয়া সবাই পদত্যাগ করতে পারেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ