Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:১০ পিএম

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এসময় স্থাণীয় জনগণ ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত স্কুল শিকক্ষের নাম গোবিন্দ গোলাদার (৬২)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামের সূর্যপদ গোলাদারের ছেলে।
আটককৃত ট্রাক চালকের নাম আমিরুল গাজী । তিনি সাতক্ষীরা শহরের পারকুখরালি গ্রামের নজরুল গাজীর ছেলে।

নিহতের ছোট ভাই পূর্ব কাদাকাটি গ্রামের সহকারি শিক্ষা কর্মকর্তা সঞ্জয় কুমার গোলদার বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির কাছেই রাস্তা ছিলেন দাদা। এসময় বড়দলগামি একটি বালিভর্তি ট্রাক(যশোর-ট-১১-৪০০৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দাদার মৃত্যূ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ