Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ৪ মন ওজনের বিরল প্রজাতির পাখি মাছ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৫১ পিএম

টেকনাফ শাহপরীর দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ৪মন (১৬০ কেজি) ওজনের বিরল পাখি মাছ।

শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি ) দুপুর ১২ টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলার চরের গভীর বঙ্গোপসাগরে মৌলভী আয়ুব নামে এক জেলের জালে

অন্যান্য মাছের সাথে ৪ মনের ১৬০ কেজি ওজনের এই বিরল পাখি মাছটি ধরা পড়ে।

বিরল পাখি মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা। স্থানীয় বাজারে মাছগুলোর চাহিদা না থাকায় টেকনাফ শহরের মাছের আড়তে নিয়ে যাওয়া হয়েছে।

জেলে মৌলভী আয়ুব জানান, দ্রুতগামী এ পাখি মাছ এর আগে কখনো আমার জালে ধরা পড়েনি। এ ব্যপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার জানান, বিরল পাখি মাছ খেতে বেশ সুস্বাদু হওয়া দেশের বাইরে এর বেশ চাহিদা রয়েছে। এর ইংরেজি নাম সেইল ফিশ বলে তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ