Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে সেতু থেকে ঝাঁপ দিয়েও বেঁচে গেল এক নারী

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪৫ পিএম

মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর আচমত আলী খান সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দেয় ডরিন (২৬) নামের এক নারী। তাক্ষণিকভাবে পুলিশ ও স্থানীয় জেলেরা নদী থেকে ডরিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিয়তপুরের নড়িয়া উপজেলার আচুরা গ্রামের দিন ইসলামের মেয়ে ডরিনের সাথে পার্শ্ববর্তী ভোজরসর গ্রামের স্পেন প্রবাসী রেজাউল তালুকদারের সাথে ৬ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পরে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। এক বছর পূর্বে থেকে ¯^ামীর বাড়ির লোকজন ডরিনকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। ছোট বাচ্চাদের মায়ের কাছেও যেতে দেয় না। এ নিয়ে ¯^ামীর সাথে অভিমান করে বৃহস্পতিবার বিকেলে বাবার বাড়ি থেকে আত্মহত্যা করার জন্য মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর ওপর আচমত আলী খান চীন মৈত্রী সেতুর ওপর এসে রাত আটটার দিকে ডরিন সেতুর ওপর থেকে নদীর মধ্যে ঝাঁপ দেয়। এ সময় সেতুর ওপর থাকা অন্যান্য লোকজন চিৎকার দেয় এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ আসে। এ সময় স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতেছিল। এ ঘটনা শুনে জেলেরা টচলাইট নিয়ে সেতুর নিচে খোঁজ করতে থাকে এবং ডরিনকে ভাসমান অবস্থায় পেয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে। পরিবর্তীতে পরিবারের লোকজন হাসপাতালে আসে এবং ওই নারী কিছুটা সুস্থ্যতাবোধ করলে তাকে বাড়ি নিয়ে যায় পরিবারের সদস্যরা।
মাদারীপুর সদর মডেল থানার ওসি ( তদন্ত ) এ.এই.এম. সালাউদ্দিন বলেন, সেতুর ওপর থেকে নদীতে একজনের ঝাঁপ দেয়ার কথা শুনে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের পাশাপাশি স্থানীয় জেলেরা টচলাইট দিয়ে সেতুর নিচে খোঁজ করে ভাসমান অবস্থা ওই নারীকে উদ্ধার করা হয় এবং সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ওই নারী আমাদের জানিয়েছে পারিবারিক কলহের কারনে সে আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ