Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

সীতাকুন্ড (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৩৮ পিএম

সীতাকুন্ড শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শেখপাড়া এলাকায় ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যুু হয়েছে। খবর পেয়ে রেল পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী একটি সাগরিকা এক্সপ্রেস ট্রেন সীতাকু- ষ্টেশান ছেড়ে শেখপাড়া এলাকায় এসে পৌঁছালে এক যুবক(২২) ঐ ট্রেন থেকে হটাৎ নিচে পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু ঘটে। সীতাকু- জিআরপি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেন। সীতাকু- জিআরপি ফাঁড়ির এস.আই মোঃ খোরশেদ জানান, সাগরিকা ট্রেনটি সীতাকু- ষ্টেশান ছেড়ে যাবার পরপর শেখ পাড়া এলাকায় যুবকটি ট্রেন থেকে নিচে পড়ে যায় বলে সেখানে থাকা উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আমরা লাশ উদ্ধার করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ