Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট মাসের ধর্ষণে অন্তঃসত্ত্বা বুদ্ধি প্রতিবন্ধী, আসামী গ্রেফতার

পটুয়াখালী জেলা সংবাদদাতা ও রাঙ্গাবালী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ২:৪৪ পিএম

আট মাস ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পরেছেন বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী। এদিকে এ ঘটনা প্রকাশ পেলে ভুক্তভোগী ওই কিশোরীর খালা বৃহস্পতিবার রাতে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাইনুদ্দিন মুন্সীকে (৩৮) আটক করে। নির্যাতনের শিকার ওই কিশোরীর বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে। গ্রেফতারকৃত মাইনুদ্দিন একই গ্রামের মৃত আব্দুল বারেক মুন্সীর ছেলে। সে পেশায় একজন কৃষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৮ মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে আসছেন মাইনুদ্দিন মুন্সী। বাড়িতে একা পেয়ে প্রায় সময়ই ধর্ষণ করা হতো। এর ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পরলে তার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে। কিশোরীর খালা বিষয়টি লক্ষ্য করতে পেরে তার কাছে জানতে চাইলে, জানান বিয়ের প্রলোভন দিয়ে তাকে ৮ মাস ধরে ধর্ষণ করা হচ্ছে।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ভিকটিমের খালার অভিযোগটি আমলে নিয়ে আসামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ