Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় সার্কিট হাউজে যাচ্ছেন ১১ জন শিক্ষার্থী

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ২:৩০ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনার জন্য সকাল ৮টা ৫০ মিনিটে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদকে সাথে নিয়ে সিলেটে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১জন সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাড়িতে করে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেই আমরা সেখানে যাচ্ছি। আমরা সেখানেই তার সাথে আলোচনায় বসব। সেখানে আমরা ভিসিকে সরিয়ে নিয়ে ক্লাস-পরীক্ষা চালু, দায়েরকৃত মামলা প্রত্যাহার, বন্ধ করে দেয়া একাউন্টগুলো চালু, আহত সজল কুন্ডুকে এককালীন আর্থিক সহযোগিতা প্রদান ও ৯ম গ্রেডের চাকরী নিশ্চিতকরণ এবং জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন ম্যামকে এমিরেটাস প্রফেসর ঘোষণা, সকল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম কার্যকর, শিক্ষক নিয়োগে পিএইচডি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া অনুসরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব।

শিক্ষামন্ত্রীর শিডিউল অনুযায়ী দুপুরে সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করার কথা থাকলেও শিক্ষার্থীরা তার আগেই শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসছেন তারা।

শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে স্বাগত জানিয়ে গতকাল রাতে প্রেস বিফ্রিংকালে শিক্ষার্থীরা বলেন, আমাদের আন্দোলনের শুরু থেকেই মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সাথে ফোনে ও ভিডিও কলের মাধ্যমে যতটা আন্তরিকভাবে কথা বলেছেন একইভাবে আমাদের দাবিগুলো সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে আমাদেরকে হয়রানি ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত করার পদক্ষেপ নেবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট সমাধানের অনলাইন বা স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ক্লাস-পরীক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সরাসরি সম্পৃক্ততা কামনা করেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ