Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বারে সভাপতি সম্পাদকসহ ১০টিতে আ. লীগ, ৯টিতে বিএনপি সমর্থিতদের জয়

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৬ এএম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থীরা। আর সিনিয়র সহ-সভাপতিসহ নয়টিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ঐক্য পরিষদের প্রার্থীরা। সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদ মনোনীত আবু মোহাম্মদ হাশেম। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৯৩ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মনোনীত নাজিম উদ্দিন চৌধুরী ভোট পেয়েছেন ২ হাজার ৫৮ টি। ভোটের ব্যবধান ৩৫। সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয়ের এএইচএম জিয়াউদ্দিন। তিনি এবারসহ টানা তিনবার এ পদে বিজয়ী হয়েছেন। এবার তিনি ভোট পেয়েছেন ১,৯৫৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের আবদুস সাত্তার সরওয়ার ও সমন্বয়ের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্রপ্রার্থী কিশোর কুমার দাস যথাক্রমমে ১,৬২৬ ভোট ও ৫৬২ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে ভোট গণণা শেষে নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে। এর আগে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপুর্ণভাবে চলে ভোটগ্রহণ। প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ টি পদে জয় লাভ করেছেন সমন্বয় পরিষদ। সিনিয়র সহ-সভাতিসহ ৯ টি পদে ঐক্য পরিষদ জয় পেয়েছেন। এবার ১৯ টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৯ জন। ভোটার ছিলেন সাড়ে ৫ হাজার ২০০ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৪ হাজার ১৯৩ জন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সভাপতি, সেক্রেটারি পদ ছাড়া বাকী পদগুলোতে যারা জয় লাভ করেছেন তারা হলেন, সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মো. শফিক উল্লাহ। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ২৫৮ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের মো. সেকান্দার চৌধুরী পেয়েছেন ১ হাজার ৮৭৯ ভোট। সহ-সভাপতি পদে জয় লাভ করেছেন সমন্বয়ের মো. আজিজুদ্দিন হায়দার। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ২৬১ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের মো. কামরুল হাসান নাজিম পেয়েছেন ১ হাজার ৮৪৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন ঐক্যের এরশাদুর রহমান রিটু । তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৫৪৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের মো. ওমর ফারুক শিবলি পেয়েছেন ১৬৫২ ভোট। অর্থ সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয়ের সালাউদ্দিন মনসুর রিমু। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৬৭৪ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের আশরাফুল হক আনসারি। তিনি ভোট পেয়েছেন ১ হাজার ৪৬০। পাঠাগার সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয়ের মো. জাহিদুল ইসলাম চৌধুরী। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৪০৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের আহমেদ কবির পেয়েছেন ১ হাজার ৭২৩ ভোট। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জয় লাভ করেছেন ঐক্যের লাইলা নুর। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ১৫৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয়ের তানজিলা মান্নান যুথি পেয়েছেন ১ হাজার ৯৫৩ ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয়ের মো. মেজবাহ উদ্দিন দুয়েল। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৩৭১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যের অলি আহমেদ পেয়েছেন ১,৭৬৭ ভোট।
সদস্য পদে যারা জয় লাভ করেছেন তারা হলেন, সমন্বয়ের এএনএম রুকনুজ্জামান মুন্না, শ্যামল চৌধুরী, সেলিনা আকতার ও মো. খোরশেদ কামাল, ঐক্যের মো. আব্দুল্লাহ আল মামুন, আইনুল কামাল, বিলকিছ আরা মিতু, মিনহাজ উদ্দিন, মো. তোহিদুল বারি চৌধুরী ও তৌহিদুল ইসলাম।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং ৭টি সদস্য পদসহ মোট ১৪টি পদে আওয়ামী লীগের সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করে। অন্যদিকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও তিনটি সদস্য পদ মিলে বিএনপির সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মোট পাঁচটি পদে জয়লাভ করেছিল। গতবার সভাপতি পদে এনামুল হক ও সাধারণ সম্পাদক পদে এএইচএম জিয়া উদ্দিন জয়ী হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ