Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধী ভিক্ষুক নাহিদ এখন ব্যবসায়ী

নওগাঁ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৩৩ পিএম

নওগাঁ শহরে কিছুদিন আগেও নাহিদ নামে যেই প্রতিবন্ধী ছেলেটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ভিক্ষা করতেন। এখন তা ছেড়ে দিয়েছেন। ভিক্ষা করে জমানো ৩ হাজার টাকার পুঁজিতে এখন শহরের গীতাঞ্জলি মার্কেটের সামনে ফুটপাতে কলম, মাস্ক, কয়েল স্ট্যান্ড, টুথপিক, টুথব্রাশ বিক্রি শুরু করেছেন । এমন পরিবর্তনে সবাই খুশি। লিজা প্রামানিক বলেন, শারীরিক ও বাক প্রতিবন্ধী নাহিদ এখন ভিক্ষা চায় না, একটা কলম নেন মাস্কও আছে নেন। হঠাৎ নাহিদের এমন পরিবর্তনে অনেকেই প্রয়োজন না হলেও ১০ টাকা দিয়ে একটি কলম অথবা মাস্ক কিনে নিচ্ছেন। নওগাঁ শহরে অনেক ভিক্ষুক আছে সুস্থ ও স্বাভাবিক। আবার অল্প বয়সের অনেক নারীও রয়েছে যারা যে কোনো কর্ম করে খেতে পারে। কিন্তু করে না। এদের মধ্যে নাহিদ ব্যতিক্রম। সে ঠিক মতো হাটতে পারে না। স্পষ্ট কথা বলতে পারে না। এজন্য নাহিদকে অনেকেই ভিক্ষা দিতেন। কিন্তু সেই নাহিদ এখন ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছেন। নাহিদ অস্পষ্টভাবে বলেন, ভিক্ষা করতে গিয়ে লজ্জায় পড়তে হতো বিভিন্ন সময়। এখন ব্যবসা করি। ভিক্ষার চেয়ে ব্যবসা অনেক সম্মানের। এখন আমি গর্ব করে বলি, আমি প্রতিবন্ধী হয়েও অন্যের দ্বারস্থ না হয়ে রোজগার করে খাই। তবে অনেক মানুষ আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ