Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুষ না দিলেই পাসপোর্টের আবেদন হয়ে যায় ‘ত্রুটিপূর্ণ’

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৪ পিএম

সেবা নিতে আসা গ্রাহকের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে। তবে দুদকের টিম পাসপোর্ট অফিসে যাওয়ার আগেই দালালরা পালিয়ে যায়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুদক সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক নীলকমল পাল।

হয়রানির শিকার সেবাপ্রার্থীরা বলছেন, ঘুষ না দিলে আবেদনপত্রে নানান ত্রুটি দেখানো হয়। তবে সরকারি ফি-এর বেশি টাকা দিলে ত্রুটি থাকলেও তা বৈধ আবেদনপত্র বলে নিয়ে নেন কর্মকর্তারা।

দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক জাকারিয়া হোসেন বলেন, ‘আঞ্চলিক পাসপোর্ট অফিস কুষ্টিয়া দালালদের অভয়ারণ্যে পরিণত হয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। তবে অভিযানের আগেই দালালরা পালিয়ে যায়।’

সেবাপ্রার্থীদের অভিযোগ, ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম জমা দেয়ার সময় ঘুষ না দিলে নানান অজুহাতে হয়রানি করা হচ্ছে তাদের।

অভিযানকালে সেবাগ্রহীতাদের হয়রানি ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ খতিয়ে দেখা হয়। এছাড়া দৈনিক জমা পড়া সাধারণ ও জরুরি পাসপোর্টের আবেদন যথাসময়ে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে কি না, তা পাসপোর্ট অফিসের নিজস্ব সার্ভারে খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা।

পাসপোর্ট অফিসে অভিযানে পাওয়া তথ্য-প্রমাণ ও নথিপত্র যাচাই-বাছাই করে প্রতিবেদন কমিশনে জমা দেবে দুদকের আভিযানিক টিম।

পাসপোর্ট করাতে আসা রিয়াজুর রহমান বলেন, ‘ফরমের সঙ্গে সংযুক্ত করা কাগজ সত্যায়িত না থাকায় আবেদন জমা নেন না কর্মকর্তারা। তবে সেখানে থাকা একজন আনসার সদস্যের নির্দেশে মূল ফটকের বাইরে থেকে দালালের মাধ্যমে সত্যায়িত করা যায়। এটুকু কাজের জন্য তারা ২০০ টাকা হাতিয়ে নিচ্ছে।’

সেবা নিতে আসা আরও বেশ কয়েকজন গ্রাহক জানান, নানা অজুহাতে তাদেরকে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে। ঘুষ না দিলেই পাসপোর্টের আবেদন ত্রুটিপূর্ণ দেখানো হয়। তবে ঘুষ দিলেই সব অবৈধ কাগজপত্রও বৈধ হয়ে যায় এখানে। দ্রুত বাসায় পৌঁছে যায় পাসপোর্টও।



 

Show all comments
  • হাফিজুল ইসলাম ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫৩ এএম says : 0
    আমার জেলা সাতক্ষীরা। আমি ইন্ডিয়াতে চিকিৎসা করাতে যাব বলে পার্সপোর্ট করতে হয়। সেখানে গেলে তারা ভুল দেখিয়ে ফিরিয়ে দেয়। পরবর্তীতে এলাকার এক দালালকে ১৫০০ টাকা ঘুষ দিয়ে পার্সপোর্ট করিয়ে নেই। আমার দোলাভাই সৌদিতে যাবে বলে পার্সপোর্ট করাতে গেলে তাকে ১ সপ্তাহ হয়রানি করেন। পরবর্তীতে বাধ্য হয়ে এক দালালকে ১৫০০ টাকা ঘুষ দিয়ে পার্সপোর্ট করিয়ে নেন। আমি বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে খোঁজ নিয়ে জানতে পারি - বাংলাদেশের সব আঞ্চলিক পার্সপোর্ট অফিসে নাকি দালাল ছাড়া পার্সপোর্ট ফর্ম জমা নেয় না।একটু খোঁজ নিলে দেখতে পাবেন -বাংলাদেশের সব পার্সপোর্ট অফিসে প্রতিদিন কত মানুষ হয়রানির স্বীকার হচ্ছে। আমি নিজেই এর ভুক্তভোগী।
    Total Reply(0) Reply
  • Sumon ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩০ পিএম says : 0
    বাহিরের দালাল ধরে কি লাভ??? আগে ভিতরের গুলোকে ধরতে হবে???
    Total Reply(0) Reply
  • Mominul Hoque ১২ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৫৪ এএম says : 0
    বাহিরের দালালগুলোকে ভিতরের কর্তারাই নিয়োগ দিয়ে থাকেন। এসকল কর্তাদের মাসিক বেতন আর মাসিক খরচের দিকে বিশেষ দৃষ্টি রাখা।
    Total Reply(0) Reply
  • MD. RONI ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৪৯ এএম says : 0
    এক দম সত্যি
    Total Reply(0) Reply
  • Muntasir ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:১২ পিএম says : 0
    Govt. All sectors seriously corrupted
    Total Reply(0) Reply
  • ইব্রাহিম পাটোয়ারী ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪৪ পিএম says : 0
    শুধু কুষ্টিয়া জেলা নয়, অনেক জেলাতেই ঘুষ না দিলে সব সঠিক ডকুমেন্টস বেঠিক হয়ে যায়, আমার জেলা চাঁদপুরে পাসপোর্ট করতে গিয়েছিলাম 03/01/2022 তারিখে, অনলাইনে পাসপোর্ট ফরম ফিলাপ করে এবং যাবতীয় সকল ডকুমেন্টস নিয়ে গেলাম, সেইদিন বাবার এনআইডি স্পষ্ট না বলে ফেরত পাঠালো, পরের দিন গেলাম এখন বলে আপনার এনআইডি স্পষ্ট না, এভাবে ৫ বার ডকুমেন্টস ঠিক করার পরেও তার সেটিসফিকেশন অনুযায়ী হয় না, তখন ভাবলাম কি করা যায়, অফিস থেকে বের হওয়ার সময় এক লোক বলল আমার কাছে দেন আমি ঠিক করে দিবো, কিভাবে? টাকা লাগবে 3000 পরে সময় হাতে নেই বলে এই দালালেরে 2000 হাজার টাকা দেওয়ার সাথে সাথে দেখলাম ওনি গিয়ে হিসাব শাখায় ঐ লোকটার কাছে জমা দিয়ে দিলো। এখন কোন সমস্যা নেই!!!
    Total Reply(0) Reply
  • ইব্রাহিম পাটোয়ারী ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪৫ পিএম says : 0
    দূর্নীতি দূর হ্উক জগত আলোকিত হউক, মানুষ শান্তিতে বাস করুক
    Total Reply(0) Reply
  • MD.MUNZURUL ISLAM ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ২:২৯ পিএম says : 0
    শুধু কুষ্টিয়া জেলা নয়, অনেক জেলাতেই ঘুষ না দিলে সব সঠিক ডকুমেন্টস বেঠিক হয়ে যায়
    Total Reply(0) Reply
  • Rubel Islam ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩০ পিএম says : 0
    Please Honorable prime minister,see the matter in depth and take action against corrupt ant..
    Total Reply(0) Reply
  • Dheman mondol ১৭ মার্চ, ২০২২, ২:০৩ এএম says : 0
    এটা আর নতুন কি!!! পাসপোর্ট অফিস বলেন আর ভিসা অফিস বলেন ???? ঘুষ না দিলে বা দালাল না ধরলে কোন কাজ হয় না। আহারে আমার সোনার বাংলাদেশ????????
    Total Reply(0) Reply
  • Helal Uddin ১২ এপ্রিল, ২০২২, ২:৩৯ পিএম says : 0
    কুমিল্লাতে আমার বাবা এবং মা এর পাসপোর্ট করার সময় এই সমস্যায় পড়েছিলাম। পাসপোর্টের অনলাইন সেবার মাধ্যমে নির্ভুল আবেদন ফরম জমা দেয়ার পরেও জমা নেয় নাই। পরবর্তীতে দালাল ধরে প্রতি জন ২৫০০ টাকা অতিরিক্ত দিয়ে করিয়ে নিলাম। আবেদন ফরম এ একটা সিম্ভল দেয়া থাকে দালাল এর পক্ষে, যা দেখে ভিতরের অফিসার কাজ করে কোন প্রশ্ন ছাড়া।
    Total Reply(0) Reply
  • আবদুল আলিম ২০ এপ্রিল, ২০২২, ১২:১৬ পিএম says : 0
    খুলনার পাসপোর্ট এর ভুল খুলনা থেকে সংশোধন করা হোক। ঢাকা আগারগাও যাবে কেন?মানুষ কে হয়রানি ছাড়া কিছুনা।
    Total Reply(0) Reply
  • আবদুল আলিম ২০ এপ্রিল, ২০২২, ১২:২৪ পিএম says : 0
    বিভাগীয় অফিসের ভুল ঐ অফিস থেকে সংশোধন করাহোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ