Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপনের উদ্বোধন

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৯ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বোরো ধানের সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। মতলব উত্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার(১০(ফেব্রুয়ারী) গজরা ইউনিয়নের আমুয়াকান্দি বিলের মধ্যে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০২১-২২ অর্থ বছরে বোরো মৌসুমে হাইব্রিড জাতের চাষাবাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিনে সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ইউপি সদস্য জাহিদ হোসেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, সর্বসাধারণ এবং কৃষকদের সামনে রাইস ট্রান্সপ্লান্টার (আধুনিক ধান রোপণ যন্ত্র) যন্ত্রের সাহায্যে বোরো ধানের চারা রোপণ করার পদ্ধতি দেখানো হয়।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়নে উপজেলার ৫০ একর জমিতে বীজসহ চারা তৈরি করে রোপণ করার উদ্যোগ নিয়েছে। আধুনিক ধান রোপণের রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্য সমগভীরতায়, সম দূরত্বে এবং অল্প শ্রমে ধানের চারা রোপন করা সম্ভব। এতে খরচ কমবে, ফলন বাড়বে এবং সময় বাঁচবে। কৃষকদের মধ্যে সচতেনতা বৃদ্ধিই এই কার্যক্রমের লক্ষ্য। উপজেলার ১১০ জন কৃষকের ৫০ একর জমিতে প্রাথমিকভাবে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একটি যন্ত্রের সাহায্যে দিনে চার একর জমিতে ধানের চারা রোপণ সম্ভব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ