Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবি উপাচার্যের পতনের দাবিতে ‘রক্তিম হস্তছাপ’

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৩৮ পিএম

উপাচার্যের পদত্যাগের দাবিতে হাতে রং মেখে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনস্থ পুলিশি হামলার স্থানে দেয়ালে দেয়ালে ‘রক্তিম হস্তছাপ’ এঁকেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এক বিক্ষোভ মিছিলের পর সমস্ত অন্যায়-নিপীড়ন-জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের ইশতেহার হিসেবে এ রক্তিম হস্তছাপ আঁকা হয়েছে বলে জানিয়েছেন তারা।

বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের হস্তক্ষেপে আমরণ অনশন ভেঙে গত ২৭ জানুয়ারি থেকে নানান কর্মসূচিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলেন তারা। তবে অনশন ভাঙার ২ সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের কোনো দাবিই মেনে নেওয়া হয়নি। যার প্রেক্ষিতে এ বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন তারা। গোলচত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে ঘুরে আইআইসিটি ভবনের সামনে ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার স্থানে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সময়ে হাতে রং মেখে দেয়ালে হস্তছাপে অংশ নেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গত ২৬ শে জানুয়ারী আমাদের সকল দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরপর ২ সপ্তাহ পেরিয়ে গিয়েছে এখনও আমাদের দাবিসমূহ মেনে নেওয়ার কোনরকম দৃশ্যমান প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে না। আমাদের ওপর করা ২টি মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি ও আন্দোলনে অর্থ যোগানে ব্যবহৃত নম্বর, বিকাশ, নগদ একাউন্টসহ অনলাইনে লেনদেনের মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার পর দুয়েকটি বাদে বাকিগুলো এখনো খোলা হয়নি।

তারা বলেন, আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমাদের দাবিগুলোও এখনো পূরণ হয়নি। তাই আমরা আজকে আবার মিছিল করেছি এবং মিছিল শেষে যে জায়গায় ভিসির নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছিল সেখানে সমস্ত অন্যায়-নিপীড়ন-জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের ইশতেহার হিসেবে রক্তিম হস্তছাপ এঁকে দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ